Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাংগু‌নিয়া উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে অা‌য়ো‌জিত দুই‌দিন ব্যা‌পি ডি‌জিটাল মেলা ও ইন্টার‌নেট সপ্তাহ অত্যন্ত সফল ও সুন্দরভা‌বে শেষ হ‌য়ে‌ছে...
বিস্তারিত

রাংগু‌নিয়া উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে অা‌য়ো‌জিত দুই‌দিন ব্যা‌পি ডি‌জিটাল মেলা ও ইন্টার‌নেট সপ্তাহ অত্যন্ত সফল ও সুন্দরভা‌বে শেষ হ‌য়ে‌ছে। মেলার শেষ দি‌নে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার জনাব ‌মোহাম্মদ সাইফুুল ইসলাম মজুমদা‌রের সভাপ‌তি‌ত্বে মেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম্যান মোহাম্মদ অালীশাহ, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উ‌প‌স্থিত ছি‌লেন উপ‌জেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ অাকতার হোসাইন। মেলায় উপ‌জেলার বি‌ভিন্ন ব্যাংক, এন‌জিও, শিক্ষা প্র‌তিষ্টান, সরকা‌রি অ‌ফিস ও ইউ‌ডি‌সি সহ মোট ৩৪টি স্টল ব‌সে। মেলায় অাগত দর্শনা‌র্থি‌দের ইন্টার‌নেট‌ ভি‌ত্তিক বি‌ভিন্ন সেবা ও কন‌টেন্ট এর সা‌থে প‌রিচয় ক‌রি‌য়ে দেয় মেলায় অংশগ্রহনকারী প্র‌তিষ্টান সমূহ। মেলায় সাংস্কৃ‌তিক অনুষ্টা‌নেরও বাবস্থা ছিল, সব মি‌লি‌য়ে মেলা‌ অত্যন্ত জাকজমকপূর্ন ভা‌বে অনু‌ষ্টিত হয়। সব‌শে‌ষে মেলায় অংশগ্রহনকারী সকল প্র‌তিষ্টান সমূহ‌কে সনদ প্রদান ও পুর‌ষ্কৃত করা হয়, মেলায় প্রথম স্থান অ‌ধিকার ক‌রে “ইসলামপুর ইউ‌ডি‌সি”, দ্বিতীয় স্থান অ‌ধিকার ক‌রে ‘‘রাংগু‌নিয়া অাদর্শ বহুমু‌খি পাইলট উচ্চ বিদ্যালয়” ও তৃ‌তীয় স্থান অ‌ধিকার ক‌রে ‘‘অামা‌দের গ্রাম” এন‌জিও।

ছবি
ডাউনলোড